প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেছেন, এই দেশের অধিকাংশ মানুষ বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতা এনেছিলেন এ সম্পর্কে বিস্তারিত জানে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম থেকে উঠে এসে কোটি মানুষের নেতা হয়েছিলেন। এর জন্য তিনি যে মেধা ও কৌশল অবলম্বন করেছিলেন আজকের দিনে সেটা দৃষ্টান্ত।
পঞ্চগড় ইতিহাস সম্মিলন কেন্দ্রের আয়োজনে শনিবার দুপুরে পঞ্চম জনবক্তৃতায় এসব কথা বলেন তিনি। সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই জনবক্তৃতায়
মুনতাসির মামুন আরও বলেন, আমাদের পরের প্রজন্ম যারা নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুর জীবনের এই প্রেক্ষাপটটি ভাল করে জানা দরকার। বঙ্গবন্ধু প্রথমত দেশকে ভালবেসেছিলেন, দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত তিনি দেশকে ভালবেসেছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পিতৃতুল্য মনে করতেন।
অধ্যাপক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রিয় সিন্ধু তালুকদার, বাংলাদেশ ইতিহাস সম্মিলন কেন্দ্রের যুগ্ম সম্পাদক চৌধূরী শহীদ কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় ইতিহাস সম্মিলনি কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
বিডি প্রতিদিন/ফারজানা