মানবিক সহায়তা স্থানীয়করণের ওপর দুদিন ব্যাপী পপি এলনা প্রকল্পের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি আজ শনিবার থেকে কিশোরগঞ্জে শুরু হয়েছে।
পপি পার্ট মিলনায়তনে স্থানীয় উন্নয়ন সংস্থা ওয়েপ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া।
ওয়েপ এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন পপি এলনা প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী মো. এমদাদুল হক, পপি এলনা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শেখ কামরুল হোসেন প্রমুখ। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ন্যাশনাল এ্যালায়েন্স অব হিউম্যানিটারিয়ান এক্টরস ইন বাংলাদেশ (নাহাব) এর প্রোগ্রাম অফিসার বদরুন নাহার।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, আপো এর নির্বাহী পরিচালক এমদাদ উদ্দিন সবুজ, র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদল, ডিএসও এর নির্বাহী পরিচালক সাকী আক্তার, আরডিও এর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, বৌলাই নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশেকা আক্তার জাগন, আর্প এর পরিচালক জাহাঙ্গীর আলম ফকির, বৌলাই ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শরীফসহ পপি এলনা প্রকল্পের আওতাধীন ২৫ টি সংস্থার লীড এক্টররা অংশ নিচ্ছেন।
মানবিক সহায়তা স্থানীয়করণের ওপর ধারণা লাভ ও জ্ঞান বৃদ্ধি করা এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান