সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা কম্পাউন্ডে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএমের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দের পরিচালনায় এতে অংশ নেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সদর ইউপি সদস্য ফজর আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মুরব্বী আরব আলী, আবদুল মজিদ, চান মিয়া, সাইফুল ইসলাম সায়েক, আমিরুন নেছা, মরম আলী, ছোটন মিয়া, দুলাল আহমদ, রাসেল মিয়া, আবুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম