আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমিতে আইনি বৈধতা দিতে স্বাধীন ল্যান্ড কমিশন গঠন এবং ভূমি জবর-দখল বন্ধের দাবিতে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবস উপলক্ষে সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করেন বাংলাদেশ আদিবাসী সমিতিসহ ১৩টি সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরের বালুবাড়ীস্থ সাঁওতাল মাঠে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ শিং-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদিবাসী সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আরিফ খান ইউসুফ জাই। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের নেতা কমল কান্ত কর্মকার, মাইনোরিটি ওয়াচ দিনাজপুর চ্য্প্টাারের নেতা শ্যামল ব্যানার্জী, মিখায়েল টুডু, রিমা রেবেকা মুর্মু, ব্র্যাক গাইবান্ধা জেলার ম্যানেজার বিধান বাস্কে, দৈনিক জনমতের বার্তা সম্পাদক লতিফুর রহমান, মিনতি ওড়াও ও ডা. আজিজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম