বগুড়ার শেরপুরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে মো. রাব্বী হাসান (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার খোট্টাপাড়া গ্রামের মো. খোকন মিয়ার ছেলে ও স্থানীয় তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাব্বী গ্রামের অন্যদের সঙ্গে জলাশয়ে মাছ ধরতে যায়। এসময় জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে ঘণ্টাব্যাপী চেষ্টার পর রাব্বীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম