নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকা থেকে হেরোইনসহ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই নারী মাদিক বিক্রেতার নাম আইনুন নাহার ঝুমা (৩৪) ।
শনিবার দিবাগত রাতে সাতপাই এলাকার চক্ষু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, তার নামে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর