বগুড়ার ধুনটে দুটি গাঁজার গাছ সহ আরফল রহমান মন্ডল (৩৫) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত গাঁজা চাষী ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
বগুড়ার ধুনট থানার এএসআই মোন্তাজ উদ্দিন জানান, আটককৃত আরফল মন্ডল তার বাড়ির আঙ্গিনায় দুটি গাঁজার গাছ রোপন করে দীর্ঘদিন যাবত পরিচর্চা করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের দুটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার