দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩২ জন এবং অন্যান্য মামলায় আটক ৪ জন।
পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৩৬ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ৩২ জন রয়েছেন। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৬১ পিস ইয়াবা, ৮২ বোতল ফেন্সিডিল, ৭০ লি. চোলাই মদ, ২ বোতল মদ, ৩৪৫ গ্রাম গাঁজা। এ সংক্রান্ত ২১টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার