ফেনীর ছাগলনাইয়ায় লোহার শেকলে বন্দি অবস্থা থেকে তাহেরা আক্তার রিনার (২৫) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তাকে কোমরে শিকল পরিয়ে বন্দি করে রেখেছিলো পাষণ্ড স্বামী।
রবিবার বিকেলে উপজেলার উত্তর হরিপুর এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) নাঈমের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুদ্বীপ রায় জানান, ফেনীর সদরের কাতালিয়া এলাকার মৃত আমিনুল এহসানের মেয়ে তাহেরা আক্তার রিনার সঙ্গে ছাগলনাইয়া উপজেলার উত্তর হরিপুর গ্রামের বাদল হাজারীর (৫০) দেড় বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে ওই গৃহবধূর সঙ্গে স্বামীর বনিবনা হতো না। স্বামী তাকে বিভিন্ন সময় নির্যাতন করতো। একপর্যায়ে রিনা স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়। রিনার আগেও বাদল হাজারী তিনটি বিয়ে করেন।
ওসি বলেন, বৃহস্পতিবার (৫ জুলাই) রিনার মা ও ভাই তাকে আবারও স্বামীর বাড়িতে জোর করে পাঠিয়ে দেয়। ওইদিন থেকে স্বামী বাদল হাজারী তাকে কোমরে শিকল দিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখে। এছাড়া রিনার চুল ও ছাটাই করে ফেলে তার পাষণ্ড স্বামী।
খবর পেয়ে পুলিশ বিকেলে রিনাকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফাত