জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তার পরনে লুঙ্গি ও গায়ে নীল রঙের টি শার্ট আছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় সকালে রাস্তা পার হওয়ার সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ