শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর মাদারীপুর সড়কের কাসেমপুর বাজারের পাশ থেকে কালু সিকদার (২৫) নমে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পুলিশ এ সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত কালু সিকদার শরীয়তপুর পৌরসভার খেলসি গ্রামের সেরন সিকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকের মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানায়, শরীয়তপুর-মাদারীপুর সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর নিহত ওই যুবককে কালু সিকদার বলে শনাক্ত করেন তার পরিবার। তিনি আরো জানান, কালু শিকদার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় অন্তত ৫টি মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে সে খুন হতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, গত শুক্রবার কালুকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোষাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন কালুর স্বজনরা।
পরিবারের দাবি কালুকে ডিবির পরিচয় দিয়ে শুক্রবার কানার বাজার থেকে তুলে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার