রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মতিন নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বলিয়াডাইং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও তিনটি হাঁসুয়া জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, গভীর রাতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল বলিয়াডাইং গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মতিন পায়ে গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে মতিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মতিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১০টি মামলা আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার