বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা বিএনপি। সোমবার সকালে স্থানীয় ডায়াবেটিক হাসপাতালের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়।
অনশন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি আজম খান, মাজেদ মিয়া, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, মনিরুল হক, দেওয়ান মাসুম, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবেনা। বক্তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পাশাপাশি তাকে দ্রুত মুক্তির দাবি জানান।
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া অভিযোগ করে বলেন, শান্তিপূর্ন অনশন কর্মসূচিতে পুলিশ বাঁধা প্রদান করে। ফলে বাধ্য হয়েই তাদের অনশন কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর