টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের চারদিন পর অনুল বেগম (৪৮) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাটখাগুরী বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অনুল বেগম ওই এলাকার মৃত জিল্লুর খানের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ৫ জুলাই) রাত থেকে অনুল বেগম নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এঘটনায় রবিবার (৮ জুলাই) সকালে বাসাইল থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়।
পরে আজ সোমবার দুপুরের দিকে উপজেলার পাটখাগুরী বিলে অজ্ঞাত এক মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং তার পরিবারের লোকজন তাকে সনাক্ত করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে লাশ ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে দোষিদের চিহ্নিত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার