মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জাহিদ ইকবাল ও ব্যবসায়ী রাজুুর ওপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ করেদিয়েছে ব্যবসায়ীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। শহরের কোটের সামনে থেকে লর্ড মার্কেট পর্যন্ত মোড়ে মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর হোটেলবাজারে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার সকালে মেহেরপুর রাজু ফল ভান্ডারে ফ্ল্যাক্সি লোড দিতে আসে মেহেরপুর সদর থানার ওসির ছেলে। ফ্লাক্সি লোড দিতে দেরি হলে ওসির ছেলে সদর থানার এক এস আইকে নিয়ে এসে রাজু ফল ভান্ডারের মালিক রাজুকে মারধর করে। রাজু ফল ভান্ডারের মালিক হোটেল বাজার ব্যবসায়ী সমিতির কাছে এব্যাপারে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীর সমিতির নেতৃবৃন্দ দুপুরে তাদের কার্যালয়ে বৈঠকে বসে। বৈঠকে উভয় পক্ষের কাছে বিষয়টি শোনার এক পর্যায়ে অভিযুক্ত ডিসি অফিসের কর্মচারী লিটন ও তার ভাই টিটন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জাহিদ ইকবাল এর উপর চড়াও হয় এবং তাকে লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি শেখ মোমিন বলেন, অভিযুক্তদের আটক না করা পর্যন্ত ব্যবসায়ীদের এই অন্দোলন চলবে। তিনি জানান, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ইতোমধ্যে আমাদের সাথে একাত্মতা ঘোষনা করেছে। সময় যতো গড়াবে আন্দোলন ততো বেগবান হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার