চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে অভিযান চালিয়ে ১১ হাজার ২০০টি আতশবাজি উদ্ধার করেছে বিজিবি।
উদ্ধার করা আতশবাজির মূল্য সাত লাখ ২৮ হাজার টাকা।
সোমবার সকাল ৯টায় গোপন সংবাদে এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. হাসান ইমাম সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপি’র টহল কমান্ডার হাবিলদার শওকত আলী ডুগডুগি গ্রামে অভিযান চালায়। এ সময় ভারত থেকে পাচার করে আনা এসব আতশবাজি গ্রামের একটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন