বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নি:র্শত মুক্তি দাবিতে প্রতিকী অনশন কর্মসূচী শেষে যুবদল নেতা মিনহাজুল আবেদীন রাসুকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:র্শত মুক্তি দাবিতে প্রতিকী অনশন কর্মসূচী শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ইন্টিলিজেন্স অফিসার মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন