কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়।
এতে জেলা প্রশাসক তন্ময় দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, আবুল হোসেন ও নাইমুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক বলেন, আমরা চাই এই নোয়াখালী সবার জন্য বসবাস উপযোগী একটি আধুনিক জেলা হিসেবে গড়ে উঠুক।
বিডি প্রতিদিন/এ মজুমদার