লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে পৌরসভার আয়োজনে লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন, পৌর সভার সচিব আলাউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-২ উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী প্রভা নাথ, পৌর সভার ইপিআই কর্মকর্তা আবদুল্যা হিল হাকিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার