পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের পক্ষে। কারণ, মানুষ উন্নয়নের গতিকে বন্ধ করতে চাই না। জনগণ আগামী নির্বাচনে সরকারের চলমান উন্নয়ন বিবেচনা করে উন্নয়নের গতিকে আরো গতিশীল করতে চায়।
সোমবার ভোলার চরফ্যাশনে মিয়াজানপুর ফাজিল মাদ্রাসা ও চর নাজিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমেদ।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি বলেছিল ২৪ ঘণ্টা সময় পেলে ঢাকায় সমাবেশে ১০ লক্ষ লোকের সমাগম ঘটবে। কিন্তু তারা ১ লক্ষ লোকও হাজির করাতে পারেনি। এতে বুঝা যায় বিএনপির প্রতি জনগণের আস্থা নেই। দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে জনগণের ব্যাপক সমাগনে প্রমাণিত হচ্ছে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়।
উপমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় চরফ্যাশন ও মনপুরার ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি রাস্তা-ঘাট পাকা হয়েছে, দুই শতাধিক পুল, কাল ভার্ট, ব্রিজ নির্মাণ হয়েছে। অসংখ্য স্কুল ও কলেজ, মাদ্রাসার একাডেমিক ভবনসহ প্রতিষ্ঠানিক উন্নয়ন হয়েছে। চর কুকরী-মুকরী পর্যটন নগরী হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
পরে উপমন্ত্রী আমিনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন এবং আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী চারতলা সম্প্রসারিত একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পারিবারিক সাইলো বিতরণ ও গ্রাম ডাক্তারদের আরটিসি প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব