বোয়ালমারী উপজেলার চতুল (আরাজী বাইখীর) গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চতুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য একলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুলকে (৩৮) আজ আটক করেছে র্যাব-৮ ফরিদপুর সিপিসি-২ ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।
র্যাব-৮ এর প্রেসনোট থেকে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্যার ছেলে। সম্প্রতি মাদক বিরোধী অভিযান শুরু হলে সে ভারতে পালিয়ে যায়। সে দেশে ফিরে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। টুটুলের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ৬টি মাদকের মামলা রয়েছে। টুটুল মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এর আগেও সে কয়েকবার র্যাব পুলিশের হাতে ধরা পড়ে।
এ বিষয়ে বোয়ালমারী একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার