‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীনদের স্মরণ পরম শ্রদ্ধায়’ এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আইয়ুব খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন বিধান সেনগুপ্ত, সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লাহ, বেসরকারি উন্নয়ন সংস্থা 'টিসিএম বাংলাদেশ' এর প্রকল্প সমন্বয়ক এমদাদুর রশীদ বাপ্পী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রবীনদের মাঝে জেলা প্রশাসক সম্মাননা পুরস্কার তুলে দেন। টিসিএম বাংলাদেশসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম