সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে চালক ও হেলপার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কের মূলিবাড়ি চেকপোষ্ট এলাকা ফেলে রাখা একটি ট্রাকের কেবিন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- রংপুর জেলার বাসিন্দা আল-আমিন (৪০) ও লালমানির হাট পাটগ্রাম উপজেলার বাসিন্দা সোহেল (৩৫)। এসময় আলিফ-আদিল পরিবহন নামে ট্রাকটি (রংপুর ট-১১-০৪০৮) জব্দ করা হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, ভুট্টা বোঝাই ট্রাকটি রবিবার বিকেল থেকে মুলিবাড়ি চেকপোষ্ট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সোমবার দুপুরে স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, শনিবার বিকেলে ১১টন ভুট্টা বোঝাই দিয়ে ট্রাকটি পাটগ্রাম থেকে নরসিংদির উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকের মালিক পাটগ্রাম উপজেলার পশ্চিম জগৎদেল এলাকার আব্দুল কাদেরের জানিয়েছেন উদ্ধার হওয়া মরদেহ দুটি ট্রাকের চালক ও হেলপারের। সনাক্তের জন্য স্বজনদের থানা আসতে যোগাযোগ করা হচ্ছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপার এস,এম তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তারা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা। প্রায় ২৪ ঘন্টা আগে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর ট্রাকের কেবিনে করে লাশ নিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়েছে হত্যাকারীরা। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তারা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার