আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে 'মানবাধিকার প্রতিষ্ঠায়-প্রবীনদের স্মরণ পরম শ্রদ্ধায়' প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ আব্দুল জব্বারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিতৈষী সংঘ দিনাজপুর আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয়ভাবে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় সিদ্দিকা সাঈদ আখতার ও মমতাময় হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীকে এবং স্থানীয়ভাবে প্রবীণ হিতৈষী সম্মাননা-২০১৮ প্রদান করা হয় রত্নগর্ভা, প্রবীন স্বীকৃতি স্বরূপ আলহাজ নাজমা রহিমকে মমতাময়ী মা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে জেলা প্রশাসক কার্যালয় ডা. সাহাব উদ্দিন, ডা. এস এম আব্দুল হাই ও ডা. ডিসি রায়ের নেতৃত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্প, দুপুরে রাজবাড়ী শান্তি নিবাসে বৃদ্ধাদের মাঝে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু।
স্বাগত বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
বক্তারা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি প্রবীন কল্যাণ বিষয়ক স্বতন্ত্র একটি মন্ত্রণালয় স্থাপন করা। এই দাবি পূরণ হলে প্রবীনদের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠিত হবে। জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন করতে সরকার ও জনগণকে আরও আন্তরিক হতে হবে।
মূল প্রবন্ধ পাঠ করেন ডা. মুহাম্মদ শহিদুল্লাহ। মুক্ত আলোচনা করেন মো. শফিকুল ইসলাম, সামসুদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ ইসমাইল হোসেন, নুর ছাবা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম