ময়মনসিংহের ফুলপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখে কৃমি নাশক ট্যাবলেট তুলে দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর)’র শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
এ সময় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত, ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন সরকার প্রমুখ।
ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, এবার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ২ লাখ ৫৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ ট্যাবলেট খাওয়ানোর ফলে ৬ মাস পর্যন্ত তারা কৃমির উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম