সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটকের পর হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে জোরপূর্বক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরের পর উপজেলার কয়ড়া ইউপির চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামায়াত নেতার স্বজনরা আওয়ামী লীগ নেতা ও জামায়াত-শিবির কর্মীরা মিলে ওই জামায়াত নেতাকে পুলিশের কাছ ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ ভেংড়ী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতার অন্তত ১৬টি মামলা রয়েছে।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ জানান, চরপাড়া গ্রামের একটি অনুষ্ঠানে জামায়াত নেতা আলাউদ্দিন আজাদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আজাদকে আটক করে হ্যান্ডকাপ পড়ায়। পরে তাকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতার স্বজন সাইফুল ইসলাম খোকাসহ আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিলে পুলিশকে ঘিরে ধরে। এক পর্যায়ে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করে জামায়াত নেতা আজাদকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনিয়ে নেয়া আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম