যশোরে রাজু মল্লিক (৪০) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজু শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শার্শার কাশিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন