বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কোন্দলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার বেলা ৯টার দিকে দৈবজ্ঞহাটি বাজারে ক্ষিুবদ্ধ এলাকাবাসী একটি মিছিল করে।
এদিকে, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার