সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলেও পলাতক ওই জামায়াত নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার গভীর রাতে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কয়ড়া চরপাড়ার গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫), একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন