নাটোর সদর উপজেলার জংলী গ্রামের ইসফাত রাহাত মাহি (১৫) নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাহি জংলী গ্রামের ইছাহাক আলীর ছেলে।
রবিবার দুপুর ২টা দিকে নাটোর শহরের জেলা পরিষদের মিলনায়তনের পেছনে শাহিন কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এখন পর্যন্ত বাড়ি ফিরে আসেনি।
এ ঘটনায় সোমবার দুপুরে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ছাত্রের পিতা ইছাহক আলী। ডায়েরি নং- ২৯/১/১০/১৮।
ইছাহক আলী জানান, মাহির উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চ, গায়ের রং শ্যামলা, মুখ মণ্ডল গোলাকার।রবিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে কালো গেঞ্জি এবং গ্যাভিটি প্যান্ট ছিল।
নিখোঁজ মাহি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনের নাতি।
বিডি প্রতিদিন/ফারজানা