শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। আজ দুপুরে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলা প্রশাসকের ‘ডিসি চত্বরে’ আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর থেকে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৭৫টি এবং সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আরো ২৫টি সহ মোট ১০০ টি স্টল স্থান পাবে।
মেলায় সরকারের সময় জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরাসহ বিভিন্ন উদ্যোক্তাদের নানা প্রকল্প তুলে ধরা হবে। এসব উন্নয়ন চিত্র বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের কাছে আহ্বান জানান জেলা প্রশাসক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) এটিএম জিয়াউল ইমলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক মেরাজ উদ্দিন, রফিক মজিদ, দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার