পটুয়াখালীর কলাপাড়ায় গরমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। উপজেলার ৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের বৈদ্যুতিক পাখায়ও রোগীদের মিলছে না স্বস্তি। অনেকেই হাতপাখা নারিয়ে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে।
গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। তবে ডায়রিয়ার জন্য কলেরার স্যালাইন সংকট রয়েছে। আর প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত নতুন নতুন রোগীদের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কলাপাড়া হাপাতালের চিকিৎসক মো. মাহাবুবু রহমান জানান, হাসপাতালে আসা রোগীদের আমরা সাধ্যমত চিকিৎসা ও পারামর্শ দিচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্মময় হাওলাাদার জনান, এখন পর্যন্ত মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসেনি। পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরে কলেরা স্যালাইনের জন্য চাহিদা পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার