আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে চিরিরবন্দরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় স্থানীয় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী মোড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে র্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিপিজি চিরিরবন্দর উপজেলা সমন্বয়কারী ও এফএম মোরশেদ উল আলম, অ্যাম্বাসেডর অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, মহিলা অ্যাম্বাসেডর আয়েশা খাতুন প্রমুখ।
এছাড়াও চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'সুষ্ঠ ও সহিংসতামুক্ত নির্বাচন' উপলক্ষে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, ধর্মীয় নেতা, পিপিজি সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার