ছোট্ট শিশু মনির । বয়স ১০ কি-বা ১২। ছেলেটা এতিম। মা-বাবা বলতে পৃথিবীতে কেউ নেই। কখনো ভিক্ষাবৃত্তি, আবার কখনো পথের টোকাই হয়ে পেটের তাগিদে পথচলা। আর বাসস্থান বলতে কখনও রেলগেটের বস্তিতে, আবার কখনো বা রাস্তার পথের ধারে।
জানা যায়, গত কয়েকদিন আগে রাজবাড়ীতে এক সড়ক দুর্ঘটনায় পা হারাতে বসেছে এই অনাথ শিশুটি। এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে। মানুষ দেখলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। দুর্ঘটনার পর থেকেই রাজবাড়ীর খন্দকার রবিউল ইসলাম নামে এক সাংবাদকর্মী তাঁর ক্ষুদ্র উদ্যোগে ব্যক্তিগত অর্থ দিয়ে ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
রবিউল জানায়, ডাক্তার বলেছে শিশুটির দ্রুত পা অপারেশন না করালে হয়তো চিরদিনের জন্য পা দিয়ে আর হাঁটতে পারবে না। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তাই যদি কোন সহৃয়বান মানুষ অর্থ দিয়ে পাঁশে দাঁড়ায় তবে ছেলেটা আবার হয়তো ফিরে পেতে পারে তার পা-খানা।
ছোট শিশু মনির তাই দানশীল, স্বেচ্ছাসেবী সংগঠন, মহৎ ব্যক্তিদ্বয়, প্রশাসনসহ সর্বস্তরের কাছে আকুল আবেদন জানিয়েছেন একটু সাহায্যের জন্য। যোগাযোগের ঠিকানা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রবিউল ইসলাম-মোবাইল- ০১৭১২-০৮৪৮৭৬।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৮/মাহবুব