বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ভূঁইপুর গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলেও যোগাযোগ অবস্থার কোন উন্নয়ন হয়নি। দিনের পর দিন অবহেলিত হয়ে থাকায় আধুনিকতায় সাজতে পারছে না গ্রামের মানুষগুলো। প্রায় ১০ হাজার মানুষের বসবাসের গ্রামটিতে যাতায়াতের একমাত্র পথ ইরামতি খালের ওপর তিন বাঁশের ব্রিজ। এই বাঁশ ব্রিজ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে ঝুঁকি নিয়ে। ইরামতি খালের উপর একটি ব্রিজ না থাকায় এক কিলোমিটার সড়ক পথের জন্য প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে এলাকাবসীকে। এতে ৬ থেকে ৭টি গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বগুড়ার দুপচাঁচিয়া গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী হেলাল মুঠোফোনে জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই খালের ওপর একাটা ব্রিজ নির্মাণ করার জন্য মাপযোগ করে নিয়ে যায়। কিন্তু ব্রিজটি মাপে বড় হওয়ায় সেই প্রকল্প গ্রহণ করতে পারে নাই। ব্রিজটি নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থও ইউনিয়ন পরিষদে নেই। সরকার প্রকৌশল অধিদপ্তর ছাড়া খালটির উপর ব্রিজ নির্মাণ সম্ভব নয়।
তিনি আরও জানান, খালটির উপর ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে ওই খালের উপর একটি ব্রিজ বা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার