চুয়াডাঙ্গা শহরের মালোপাড়া এলাকায় মাথাভাঙ্গা নদী থেকে মিনতি রানী (৪৫) নামের মধ্য বয়স্ক এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। সে শহরতলী দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার বিনয় কুমার ওরফে বিনয় ফাটার স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, নিহত ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার