বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র এদেশের অভ্যন্তরীণ বিষয়। এসব নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এতে বাংলাদেশের কোন বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র কিংবা বিদেশী কারো দায় নেই। এতে বিদেশীদের কোন ভূমিকাও নেই।
আজ রবিবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সুনন্দা উব্রতারা দুর্গা ও কালী মন্দির পরিদর্শনকালে এক ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. প্রিযুষ কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দরা গান্ধি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিপূর্বে বাংলাদেশ সফরকালে বলেছিলেন, সুসময়ে এবং দুঃসময়ে ভারত বাংলাদেশের সাথে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং শেরে-ই বাংলা একে ফজলুল হকের প্রপৌত্র ফাইয়াজুল হক রাজু বিশেষ অতিথি ছিলেন। মন্দির পরিদর্শন এবং ভক্ত সমাবেশ শেষে হর্ষবর্ধন শ্রিংলা বরিশালের বানারীপাড়ায় শেরে-ই বাংলা জাদুঘর পরিদর্শনে যান। তার সফর উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এ মজুমদার