কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ১৯৭৫ সনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সকল যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অন্যথায় প্রতিবাদকারীদের দুষ্কৃতিকারী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। আজ রবিবার দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক এটিএম সালেক হিটলু, দুর্গাপুরের প্রতিরোধ যোদ্ধা আব্দুল খালেক, একে এম আজাদুল আলম, দুলাল সাহা ও সদরের আব্দুল খালেক।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক প্রতিরোধ যোদ্ধা অংশগ্রহণ করেন। বিকালে শ্যামগঞ্জের তাথরাকান্দা গ্রামের প্রতিরোধ যুদ্ধে নিতহ শহীদ রজব আলীর বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও প্রতিরোধ যোদ্ধাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
বিডি প্রতিদিন/এ মজুমদার