নেত্রকোনার কেন্দুয়ায় জমি চাষের ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সামনের হাওরের রাস্তায় আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের রাজধর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাচ্চু মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের বকুল মিয়ার হালচাষের টাক্টরটি কর্মচারী হিসাবে চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো আজ তিনি রাঘবপুর গ্রামের সামনের হাওরে ওই এলাকার কৃষকদের ফসলি জমিতে হালচাষ করতে যান। শেষে বাড়ি ফেরার পথে নিচু জমি থেকে রাস্তায় উঠতে গেলে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে ট্রাক্টরসহ নিহত চালকের লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার