সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবু সায়িদ ও শিক্ষার্থী নাসিম, রাসেল রতন শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান সভাপতি হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ করে আসছে। সম্প্রতি বনভোজনের নামে উত্তোলনকৃত অর্থ নিয়ে বনভোজনের সময় নিম্মমানের খাবার পরিবেশন করে। প্রতিবাদ করায় সভাপতির লোকজন শিক্ষক-শিক্ষার্থীদের মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। সংবাদ পেয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        