পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
মাল্যদান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব সড়কে এসে শেষ হয়। পরবর্তীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে টাউন ক্লাব মিলনায়তনে স্বাধীনতা মঞ্চে ৩ দিনব্যাপী জাতীয় শিশু দিবস ও শিশু আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার