নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ, ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামকে সরকার ঘোষিত হাওর অঞ্চল হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে “হাওর বাঁচাও, কৃষক বাঁচাও”স্লোগানে তারা মানববন্ধন করে।
গ্রামগুলো হচ্ছে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী, মদন সদর, মাঘান, ফতেপুর। মোহনগঞ্জ উপজেলার সুয়াইর, গাগলাজুর, তেতুলিয়া ও কলমাকান্দা উপজেলার বড়খাপন ও পোগলা ইউনিয়নের সবকটি গ্রাম। এসময় সকল নদ নদী খাল পুনঃখনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক রবিউল আওয়াল শাওন, যুগ্ম আহ্বায়ক নিহাদ ইবনে হেকিম, মনোয়ার চৌধুরী, বাপ্পী সরকার, তাপস আল হাসান ও সদস্য নজরুল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার