ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দুই সংস্করণের জন্য শুক্রবার আলাদা দুটি দল দিয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো ওয়ানডে না খেলা শাহিন শাহ আফ্রিদি ফিরেছেন এই সংস্করণের দলে। পিএসএলে ভালো করায় অভিজ্ঞ এই পেসারকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলেও। ২০ ওভারের ক্রিকেটের গত দুই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না তিনি। শুধু টি-টোয়েন্টি দলে আছেন পেসার হারিস রউফ, স্পিনিং অলরাউন্ডার খুশদিল শাহ, কিপার-ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। আর কেবল ওয়ানডেতে ডাক পেয়েছেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম, আবদুল্লাহ শাফিক, পেসার নাসিম শাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান নওয়াজ প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণের দলেই রেখেছে পাকিস্তান। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে পাকিস্তানের হয়ে খেলার অপেক্ষায় থাকা হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ছিল দুঃস্বপ্নের।
প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে যান তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে এসে দেখান ব্যাট হাতে নিজের সামর্থ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে সেঞ্চুরি করেন তিনি ৪৪ বলে। পাকিস্তানের হয়ে এত কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই আর কারো।
এখন পর্যন্ত দেশের হয়ে ১১ টি-টোয়েন্টি খেলে হাসানের রান ২৬০, সেঞ্চুরি ওই একটিই, সঙ্গে ফিফটি আছে একটি। তার স্ট্রাইক রেট ১৭৯.৩১। ১১ ইনিংসের মধ্যে মোট পাঁচটিতে রানের খাতা খুলতে পারেননি তিনি। একটিতে আউট হন কেবল ১ রানে। লিস্ট ‘এ’ ম্যাচ খেলার খুব একটা অভিজ্ঞতা নেই ২২ বছর বয়সী হাসানের। এই সংস্করণে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১২০ রান করেছেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ১৫ এবং ওয়ানডের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ হবে যুক্তরাষ্ট্রে। আগামী ২৭ জুলাই সেখানে পৌঁছাবে পাকিস্তান দল। ম্যাচগুলো মাঠে গড়াবে ১, ৩ ও ৪ অগাস্ট। আর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়ানডে তিনটি হবে ৮, ১০ ও ১২ অগাস্ট।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ