কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে মোড় নেয় বৈষম্যবিরোধী আন্দোলন। গত বছরের ২৬ জুলাই আন্দোলন দমনের লক্ষ্যে নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সহ-সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কারফিউয়ের মধ্যেই ওইদিন জাতীয় প্রেস ক্লাব এবং পল্টন এলাকায় সাংস্কৃতিক সমাবেশ ও প্রতিবাদী গানের মিছিল করে- প্রগতিশীল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ভবন ওইদিন সকালে পরিদর্শনে যান। সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার হিসেবে পরিচিত করেছে। বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই তাণ্ডব চালিয়েছে।’ আন্দোলনে আহতদের দেখতে একই দিন বিকালে শেখ হাসিনা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইদিন এক বিবৃতিতে বলেন, ‘গত কয়েক দিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। জনগণের টাকায় কেনা কী পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে- তার হিসাবও জনগণ চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে। গ্রেপ্তার নেতা-কর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন-চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।’ বিবৃতিতে সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুলাই গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি-জামায়াতের আরও ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার নিম্ন আদালত। এদিন রিমান্ড শেষে কারাগারে যাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক। বিটিভি ভবনে হামলা-মামলায় তারা রিমান্ডে ছিলেন। এ ছাড়া এদিন নতুন করে আরও প্রায় চার শত ছাত্র-জনতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদের বেশির ভাগই ছিল বিএনপি-জামায়াতের। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ একাধিক কর্মসূচি পালন করবে দেশের রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা আজ মৌলভীবাজার এবং কিশোরগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেবেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীতের আয়োজন করবে বিএনপি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করবে গণঅধিকার পরিষদ। ঢাকা বিভাগে গণসংযোগ করবে আপ বাংলাদেশ।
শিরোনাম
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- উদ্বোধনের অপেক্ষায় ভোলার ঐতিহ্যবাহী গজনবী স্টেডিয়াম
- সিডনিতে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
- ভাসানী সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৮
- প্রথমবার উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সফল
- বিএনপি নির্বাচনে জিতলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে : দুদু
- হারিয়ে যাচ্ছে বাবুই পাখির অপূর্ব বাসগৃহ
- ‘প্রাণি থেকে মানুষের দেহে রোগ ছড়ানো মারাত্মক হতে পারে’
- ‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’
- টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কারের উদ্যোগ
- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম লিজের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
ডিবি হেফাজতে তিন সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : নাহিদ ইসলাম
১৩ ঘণ্টা আগে | রাজনীতি

সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম