ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা থেকে কবর খুড়ে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
কঙ্কাল চুরির খবর শুনে জয়নগর পুলিশ ফাঁড়ির আইসি মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতৈর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য কয়ড়া গ্রামের বাসিন্দা মো. রাজ্জাক মোল্যা জানান, রাতে কে বা কারা ডোবরা কবরস্থান থেকে চারটি কবর খুড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে। শনিবার সকালে লোকজন মাঠে যাওয়ার সময় দেখে কবরগুলো খুড়া রয়েছে। পরে কবর খুড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসি কবরস্থানে গিয়ে দেখে চারটি কবর থেকে কঙ্কাল নেই।
সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, শুক্রবার রাতে কবরস্থান থেকে চারটি কবর খুড়ে কে বা কারা চারটি কঙ্কাল নিয়ে গেছে।
থানা অফিসার ইনচার্জ একেএম শামিম হাসান বলেন, কঙ্কাল চুরি হওয়ার বিষয়টি শুনেছি। যদি কেউ এ বিষয়ে অভিযোগ দেয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন