বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আর এজন্য শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মা সমাবেশে এসব কথা বলেন তিনি।
আব্দুল মান্নান আরও বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বর্তমান সরকার শিক্ষা সহায়ক সরকার। তাই এই সরকার দেশকে নিরক্ষরমুক্ত করতে এবং নারী শিক্ষার হার বৃদ্ধি করতে ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছে।
তিনি বলেন, এ সরকারের আমলে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রাম পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রশস্তকরণ ও বাইপাস সড়কে পরিণত করা হবে। সড়কটি নির্মাণ হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি জায়গা জমির দাম আরও দ্বিগুণ হবে। এলাকার মানুষ নতুন নতুন কর্মসংস্থান খুঁজে পাবে। বাড়বে ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার। পর্যায়ক্রমে বাঙালি নদীসহ সকল নদী খননের আওতায় আনা হবে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অসীম কুমার জৈন নতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, প্রভাষক আব্দুল মোত্তালিব ফরিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত