টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল উপজেলার বাসাইল ইউনিয়নের নাইকানীবাড়ি গ্রামের মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. ছানু মিয়া(৬১)। নিহতের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে প্রতিদিনের মতন কৃষক ছানু মিয়া বংশাই নদীর পাড়ে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার