চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছর বিদায় করে সরকারী-বেসরকারী পৃথক ৩টি মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষ বরণে প্রস্তুত বরিশাল। বিকেলে চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বর্ষ বিদায় জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার। এছাড়া আজ প্রভাতী অনুষ্ঠান, রাখী উৎসব, ঢাক উৎসব, সাংস্কৃতিক আড্ডা, লোক সংস্কৃতি প্রদর্শনী, বৈশাখ উৎসব, বৈশাখী মেলা, ছড়াগান, লোক সংগীত, লোকনৃত্য ও কুইজ প্রতিযোগিতা এবং ঘুড়ি উৎসবের আয়োজন রয়েছে বাংলা নববর্ষ উদযাপনে।
শনিবার (৩০ চৈত্র, ১৪২৫ সাল) বিকেল ৫টায় নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে চৈত্র সংক্রান্তির সাস্কৃতিক আড্ডার মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় জানায় পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী খেয়ালী গ্রুপ থিয়েটার।
বর্ষবরণ উপলক্ষে বিকেলে বরিশাল বিএম কলেজে আয়োজন করা হয় আলপনা উৎসবের। কলেজের প্রথম গেট থেকে মসজিদ গেট পর্যন্ত দির্ঘ আলপনা বরিশালের সর্ববৃহৎ আলপনা হবে বলে আশা শিক্ষার্থীদের। এছাড়া আগামীকাল সকালে ঢাক উৎসব, রাখী বন্ধন, লাঠিখেলা, বায়োস্কোপ প্রদর্শনী, দিনব্যাপী মেলা এবং বৈশাখী কনসার্টের মধ্য দিয়ে বর্ষবরণ হবে বরিশালে।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন সহ পাড়া মহল্লায় ব্যাপক আয়োজনে বাংলা বর্ষ বরণের নানা আয়োজন রয়েছে বরিশালে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সার্বিক নিরাপত্তামূলক ব্যাপক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাদা পোষাকে, পোষাকী, পেট্রোলিং এবং চোকপোস্ট স্থাপনসহ কঠোর গোয়েন্দা নজরদারী করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার