ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনের আহবায়ক এম আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিনাজ ঢালী সিয়াম, মো. বায়জিদ ইসলাম, সৈয়দ ফাহিম, মো. ইফরাত আহমদ, মোঃ ওয়াসিফ বাপ্পী, তুষার প্রমুখ।
পরে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা পরিষদ। এ সময় বক্তব্য রাখেন নারীনেত্রী নন্দিতা গুহ, সাথী রানী, কমরেড সাজিদুল ইসলাম প্রমুখ। বক্তারা, নুসরাত হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার