যুবদলের চট্টগ্রাম বিভাগীয় দ্বিতীয় প্রতিনিধি সভা আজ বিকেলে নোয়াখালীর মাইজদীস্থ সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় বিভাগীয় দ্বিতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দীয় যুবদলের সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।
এ সময় নির্বহী কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোর্শারফ হোসেন দিপ্তি, সাধারন সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিংকন, ফেনী জেলা যুবদল সভাপতি জাকের হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, ভিপি পলাশ, ভিপি জসিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার